হাওড়ায় ছাত্রদের তৎপরতায় আটক ৬ অবৈধ শিকারি
ওয়েব ডেস্কঃ
এশিয়ান পাম সিভেট বা গন্ধগোকুল হত্যার দায়ে ছ জনকে গ্রেপ্তার করল হাওড়া বন দপ্তর। গন্ধগোকুল বা এশিয়ান পাম সিভেট সংরক্ষণের নিরিখে আইইউসিএন (IUCN) বা ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কনজারভেসন অব নেচার (International Union For Conservation of Nature) এর তালিকায় লাল বা অতি সংবেদনশীল। হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্রদের একটি দলের তৎপরতায় ওই ছয় চোরা শিকারিদের আটক করে বন দপ্তর। তবে বাঁচানো যায় নি ওই সংরক্ষিত প্রাণীটিকে। গন্ধগোকুলটি ছাড়াও বেশ কয়েকটি কাঠবিড়ালিও পাওয়া যায় ওই শিকারিদের কাছ থেকে।

শুক্রবার সকালে বার্ড ওয়াচিং এ বেরিয়ে একটা পাখি ধরার ফাঁদ খুঁজে পান শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের সদস্য সুপ্রকাশ, সৌম্যদীপ, সুপ্রিয়রা। সেই জালটি নষ্ট করবার পরপরই খবর আসে বেনাপুরে ঢুকেছে শিকারিদের একটি দল। তৎক্ষণাৎ বেনাপুরে গিয়ে ছাত্রদের ওই দলের সদস্যরা ঘিরে ফেলে ছয়জন সন্দেহভাজন ব্যাক্তিকে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা এসে আটক করেন ওই ছয় জনকে। তাদের কাছ থেকে আটক করা হয় মৃত প্রাণীগুলি। ওই ছয় জনের দলটির কাছে থেকে বেশ কিছু লাঠি পাওয়া গেছে যার আগায় তীক্ষ্ণ ছুরির মত ফলা লাগানো। এছাড়াও কিছু ধারালো অস্ত্রও পাওয়া গেছে তাদের কাছ থেকে। আজ শনিবার তাদের আদালতে পেশ করা হবে।