কামারহাটিতে জোরালো বিস্ফোরণ, মৃত ২, আহত ২
ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বোমা বিস্ফোরণ। পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত্রে কামারহাটি পুরসভার গোলাঘাট এলাকার ক্রিক রোডের একটি বাড়িতে হটাৎই একটি জোরালো বিস্ফোরণ ঘটে। চার বন্ধু আড্ডা দিচ্ছিল ওই বাড়িতে। স্থানীয় বসিন্দারা বিস্ফোরণের শব্দ পেয়ে খবর দেয় পুলিশকে। বিস্ফোরণের খবর পেয়েই কামারহাটি ফাঁড়ি ও বেলঘড়িয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
আহত চারজনকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় । নিহত ব্যাক্তিদের নাম মহঃসাজিদ ও মহঃ রাজা। গুরুতর আহত অবস্থায় বাকি ২ জন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। লক ডাউনের আগের রাত্রে এই বিস্ফোরণ নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।