বিরল সম্মান ফেডেরারের- চালু হল ট্রাম “ফেডেরার এক্সপ্রেস”
ওয়েব ডেস্কঃ
২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা রজার ফেডেরারের নামে উদ্বোধন হল একটি ট্রাম। শুক্রবার “ফেডেরার এক্সপ্রেস” (Federer Express) নামক ওই ট্রাম চালু করল বাসেল শহরের পর্যটন বিভাগ। এভাবেই সুইস টেনিস তারকাকে সম্মান জানাল তাঁরই জন্মস্থান সুইৎজারল্যান্ডের বাসেল।

ফেডেরারের কেরিয়ারের ঝাঁ-চকচকে সাফল্যের মুহূর্তগুলো উঠে এসেছে ট্রামটির বাইরের দেওয়ালে। আর ট্রামের অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে যেন যাত্রীদের মনে হয় তাঁরা কোনও টেনিস কোর্টেই বসে আছেন। ট্রামের সিট টেনিস গ্যালারির দর্শকাসনের অনুকরণে। ট্রামটির ভিতরে রয়েছে ফেডেরারের ক্যারিয়ারের যাবতীয় উল্লেখযোগ্য তথ্য। আর যাঁর নামে এই ট্রাম তিনি স্বভাবতই আপ্লুত। ফেডেরার বলছেন – “এই সম্মান আমার কাছে বিরাট। আমার মনে মনে পড়ছে শৈশবের সেই দিনগুলো যখন এই পথ দিয়ে আমি অনুশীলনের জন্য যেতাম”।

এই বছরেই সুইৎজারল্যান্ড পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হন ৪০ বছরের রজার ফেডেরার। আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরো সঙ্গে সুইজারল্যান্ড ট্যুরিজমের ওপর তৈরি একটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।
