শিশু যৌনতার দায়ে কাঠগড়ায় নেটফ্লিক্স
বিতর্কের কেন্দ্রে এবার নেটফ্লিক্স। বিতর্কিত ফরাসি ছবি কিউটিস এর পোস্টার নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়ল নেটফ্লিক্স। প্যারিসে বসবাসকারী একটি সেনেগালি মেয়ের জীবন ও তার নাচ নিয়ে তৈরি এই ছবির বিষয়বস্তু ১১ বছরের একটি মেয়ের শিশু যৌনতাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার আমেরিকায় টুইটার ট্রেন্ডিংএ এক নম্বরে উঠে এসেছে “ক্যানসেল নেটফ্লিক্স” হ্যাশট্যাগটি প্রায় ছয় লক্ষেরও বেশি পিটিশন জমা পড়েছে change.org তে ।
বিতর্কের শুরু কিউটিস এর পোস্টার দিয়ে আগস্টএ পোস্টার লঞ্চ হওয়ার শুরুর সময় থেকেই বিতর্কের ঝড় ওঠে ফলে। নিজেদের অবস্থান ঠিকঠাক করার জন্য নেটফ্লিক্স বদলে ফেলে পোস্টার।
দর্শকদের কাছে ক্ষমা চেয়ে টুইট করে নেটফ্লিক্স।তারপর ছবিটি মুক্তি পায় ৯ সেপ্টেম্বর। ছবির বিষয়বস্তু দেখে দর্শকদের মনে অস্বস্তি ঝড় ওঠে তার ফলে change.org তে আবেদন করে তারা এই ছবিটিকে নেটফ্লিক্স থেকে নামিয়ে নিতে। এদিকে এই বিষয়কে কেন্দ্র করে মারাত্মক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। এক ঝটকায় হুহু করে পড়েছে নেটফ্লিক্সের শেয়ার।