শেয়ালের শহরে জয় আর সায়নী
ওয়েব ডেস্কঃ
অর্থই অনর্থের মূলে। আর অর্থের প্রতি মানুষের লোভ তার চরম ক্ষতি ডেকে আনে। খেটে খাওয়া মধ্যবয়স্ক চালচুলোহীন একজন মানুষ হঠাৎ এক ব্যাগ টাকা পান। তার স্বপ্ন দেখা শুরু হয়। ভাল থাকার ভালভাবে বাঁচার ইচ্ছে জাগে। গ্রামে তার প্রেমিকাকে বিয়ে করতে ইচ্ছে জাগে। সাধ হয় নিজের একটা বাড়ি তৈরি করবার। কিন্তু ওই পড়ে পাওয়া টাকা একই সাথে তার জীবনে ডেকে আনে সন্দেহ, অবিশ্বাস আর উদ্বেগের বাতাবরণ। এর ফলে তার জীবন থেকে চলে যায় শান্তি, একে একে বন্ধুরাও সরে যায় দূরে। চরম দুর্বিপাকে পড়ে ওই মানুষটি যেদিন স্থির করেন এসবের থেকে বেরিয়ে আসবেন এবং নিজের ভবিষ্যৎ নিজে লিখবেন। সেদিনই হয় তাঁর জীবনের শেষ দিন!

এই নিয়েই পরিচালক রিনো দত্তর ছবি ‘সিটি অব জ্যাকেলস’। ছবিটিতে ক্যামেরা সামলেছেন শুভদীপ নস্কর আর এডিটিং সুশান্ত চক্রবর্তীর। মুখ্য চরিত্রায়নে আছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখার্জি, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা, বিশ্বরূপ বিশ্বাস। ছবিটির সঙ্গীত পরিচালনার কাজ করেছেন দীপ-লয়। ‘সিটি অব জ্যাকেলস’এর প্রযোজক আর কে সিং।
