কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ফৌজদারি মামলা করলেন জাভেদ আখতার
ওয়েব ডেস্কঃ
কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা করলেন বিখ্যাত সঙ্গীতকার ও কবি জাভেদ আখতার। মুম্বাইয়ের আন্ধেরির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা এই মামলায় প্রবীণ কবি অভিযোগ করেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাতকার দেওয়ার সময় কঙ্গনা রানাওয়াত ওই চ্যানেলের জনপ্রিয় অ্যাঙ্কারকে বলেন জাভেদ আখতার “সুইসাইড গ্যাং” এর একটি অংশ। ওই সাক্ষাৎকারে কঙ্গনা জাভেদকে শকুন বলেও অভিহিত করেন। অভিযোগটিতে জাভেদ আখতার জানান এই ধরনের মন্তব্য তাঁর কাছে ভিত্তিহীন, অপমানকর এবং কুরুচিকর। কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্য গুলি দায়িত্বজ্ঞানহীন এবং মিথ্যা বলেও ম্যাজিস্ট্রেটকে জানান জাভেদ আখতার।
আগামী ৩ ডিসেম্বর এই মামলাটির শুনানি হবার কথা।