পিছিয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ড
ওয়েব ডেস্কঃ
নতুন করোনা স্ট্রেইন এবং লস এঞ্জেলেসে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য পিছিয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ড। ৩১ জানুয়ারির পরিবর্তে এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ড।
রেকর্ডিং একাডেমী এন্ড সিবিএস (Recording Academy and CBS) জানিয়েছে আগামী ১৪ মার্চ হতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ড। প্রসঙ্গতঃ গতবছর করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছিল একাডেমি অস্কার পুরস্কার(Oscar Award) বিতরণের অনুষ্ঠান।
এখন লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি সাংঘাতিক। বিভিন্ন হাসপাতালে আইসিইউ গুলি ভর্তি হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি এখন গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করা হত তার ফল হতে পারত মারাত্মক। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।