নিউ নর্মাল দুনিয়ার ফ্যাশনে দাপিয়ে বেড়াচ্ছে ফেস মাস্ক ড্রেস
ওয়েব ডেস্কঃ
দুনিয়ার ফ্যাশনের জগতে বা জগতের ফ্যাশন দুনিয়ায় ক্রমশ নিজের জায়গা করে নিচ্ছে মুখোশ। নাক মুখ ঢেকে থাকাটাই যখন দস্তুর হয়েছে জীবনযাপনের তখন সেই ঢাকনাটাই বা কেন হবে না একটু কেতা দুরস্ত? এই নিয়েই আজ ঢুঁ মারব ফ্যাশন দুনিয়ার অন্দরমহলে। শুধুই কি মাস্ক? মাস্ক ছাড়াও নিউ নর্মাল দুনিয়ার র্যাম্পে মডেলরা মাতাচ্ছেন ফেস মাস্ক ড্রেসে। যেখানে জামাকাপড়ের সঙ্গেই লাগানো থাকছে মাস্ক।

সম্প্রতি এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে লেডি গাগা মাস্ক পরে সোরগোল ফেলে দিয়েছিলেন ফ্যাশন দুনিয়ায়। এছাড়াও নিউইয়র্ক ফ্যাশন উইক , মিলান ফ্যাশন উইক বা প্যারিস ফ্যাশন উইকেও দাপিয়ে বেড়াচ্ছে ফেস মাস্ক।

নিউ নরম্যাল জীবনযাত্রায় শুধু কোভিড সংক্রমণ এড়াতেই নয় স্টাইল স্টেটমেন্ট হিসাবেও তাই উঠে আসছে ফেস মাস্ক। সারা দুনিয়ার বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী এবং সেলিব্রেটিরা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি হাল ফ্যাশনের মাস্ক ব্যবহার করে ছাপ রাখছেন তাঁদের স্টাইল সিগনেচারের।



আমাদের দেশেও পুনের এক ব্যবসায়ী সোনার তৈরি কয়েক লক্ষ টাকার মাস্ক পরে খবরের শিরোনামে এসেছিলেন সম্প্রতি। সামনেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর ফ্যাশনেও কি বাজার মাতাবে ফেস মাস্ক? উত্তর দেবে সময়ই।