বন্ধ হল বাগজান
ওয়েব ডেস্কঃ
অসমের বাগজান তৈলকূপ সাম্প্রতিক অতীতে সংবাদের শিরোনামে এসেছিল। অয়েল ইন্ডিয়া লিমিটেড এই তৈলখনি তে আগুন লেগে তা ডিব্রু-সইখোয়া ন্যাশনাল পার্কের সংলগ্ন ডিহিং পাটকাই অভায়ারণ্যে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস ধরে। ভেসে ওঠে মাছসহ প্রচুর বিরল প্রজাতির ডলফিন এবং বন্যপ্রান।
পরিবেশ দপ্তরের ক্লিনশিট পেয়ে আবার কাজও শুরু করে দেয় ওআইএল লিমিটেডের বাগজান তৈলকূপ। ১৫ নভেম্বর, রবিবার পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হল বাগজান তৈলকূপকে। নুন জল ও রাসায়নিক মিশিয়ে তৈলকূপের ভেতরে পাঠিয়ে সিল করে দেয়া হল বাগজান।
শেষ পাওয়া খবর অনুযায়ী বাগজান তৈলকূপ এর ভেতরে তেলের চাপ প্রশমিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে এই তৈলকূপকে পরিত্যক্ত বলে ঘোষণা করবে নিয়ামক সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড।